আলো
আলো


আলো আমি দেখতে পাই ...এই অন্ধকারেও।
শত্রুর ঘ্রাণে ...বন্দুকের আওয়াজে ...আর ভিতরের কান্নায়
আলো আছে - আর তাই আমি আছি, আর তুমি আছো, এই দেশ আছে …
আর মানুষ আছে।
এই আলো খোঁজা ই তো আমাদের কাজ
আমাদের দায়িত্ব।
মা, বাবা, আমি খুঁজে নেবো।
চিন্তা কোরোনা।
বোনকে বোলো রাখি তে দেখা হবে,
ওর জন্য, সকলের জন্য আলো নিয়ে ফিরবো আমি।
আলো আছে, এই অন্ধকারেও আছে।