আমি ফিরবো
আমি ফিরবো


ভাবো একটা ছোট্ট সেতু আমার তোমার মাঝে …
কয়েকটা দিন শুধু ….ব্যাস, তারপর হবে অবসান এই অপেক্ষার।
আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো।
তোমায় দেখতে মন চায় আমারও।
তোমার সারির আঁচলের ছোঁয়া, তোমার গলায় গান,
তোমার হালকা বকা একটু রাগ, অল্প অভিমান আর অনেক অনেক অভিযোগ।
কয়েকটা দিন, ব্যাস। এই সেতু আমি পেরিয়ে চলে আসবো
অপেক্ষা কোরো।