চিঠিটা পেয়েছিলে?
চিঠিটা পেয়েছিলে?


এই আকাশ তোমাকে চায় …এই মাটি তোমাকে চায় …
এই দেশ, এই মানুষ, এই দুস্থ প্রাণ তোমাকে চায়।
আমিও যে চাই তোমাকে …
কই, শুনতে পাও?
চিঠিটা পেয়েছিলে?
আগের মাসের ওই চিঠিটা?
কই, জবাব এলো না তো …
তবে আমি খুশি জানো? দেশের ডাকের জবাব তুমি ঠিক দাও …
ওরা কখনো হতাশ হয়ে ফেরেনা।
আর আমি? ওই হতাশায় আমি ভালোবাসা খুঁজে নি।
ভালো আছি আমি ...চিন্তা কোরোনা …
তবে চিঠিটা পেয়েছিলে কি