কঠিন কি জানো?
কঠিন কি জানো?


চলে যাওয়া অতি সহজ
কঠিন কি জানো?
পরে থাকা ...ধরে থাকা ...আর একটু সয়ে নেওযা।
খুব কঠিন কি ভালোবাসা?
খুব কঠিন কি চেষ্টা করা?
এটি কি কঠিন আমার সাথে থাকা?
হয়তো হ্যা, হয়তো বা না ...কিন্তু কি জানো?
সাথে থাকা কঠিন ই হয় ...সোজা হয় চলে যাওয়া।