STORYMIRROR

Debashish Bal

Drama Romance Tragedy

2.5  

Debashish Bal

Drama Romance Tragedy

তবে অনুমান করতে পারি

তবে অনুমান করতে পারি

1 min
32.2K


চলে যাওয়ার সময় কখনো পিছন ফিরে তাকাওনা

কেন জানিনা ...তবে অনুমান করতে পারি।


তাই তো করে আসছি …

সেই যবে থেকে এই বাড়িতে প্রথম পা ফেলেছি।

যবে তোমাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি।

যবে বুঝেছি এই স্বপ্ন স্বপ্নই থাকবে ...তুমি যে আমার নও …


তুমি দেশের। তুমি মানুষের। তুমি ওদের সকলের। কিন্তু …

আমার নও ...আমি তোমার জীবনসঙ্গিনী ...

হ্যা জানি আমি ...হ্যা জানো তুমি …

কিন্তু তুমি আমার নও ...


তাই সামনে তাকিয়ে এগিয়ে যাও

রক্ষা করো ওদের।

আমি নিজের খেয়াল রেখে নেবো ...রেখে নেবো তোমার স্মৃতিটাকে

যত্নে আঁচলে করে। মাথার সিঁদুরে ...আর তোমার দেওয়া কিছু আদরে।


Rate this content
Log in

Similar bengali poem from Drama