আমার বাংলা,আমি তোমায় ভালোবাসি
আমার বাংলা,আমি তোমায় ভালোবাসি
প্রিয় দাদু,
কেমন আছো তুমি? তোমাকে প্রতিরাতে বাকি তারাদের সাথে জ্বলজ্বল করতে দেখি, ইচ্ছে হয় তোমার সাথে একটু কথা বলবো,কিন্ত কি করবো বলো,বাবা রাতে ছাদে আসতে দিতেই চায় না....কাল তোমার diary টা পড়ছিলাম,তুমি আজ আমার পাশে থাকলে বড্ড খুশি হতে জানো তো!
জানো তো এখানে আর কেউ না খেতে পেয়ে মারা যায় না,তোমাদের সময় যারা অন্যের অন্ন লুঠ করে খেত...তারা আজ কারাগারে,এখন সময় বদলেছে,সমাজে কোনো মানুষকে আজ ছোট করে দেখা হয় না, তার জাত-পাত এখন উঠে গেছে,মানুষ সকল মানুষ কে মানুষ বলেই গণ্য করে এখন,তোমাদের সময় হিন্দু -মুসলিম নিয়ে যে ঝামেলা হতো এখন আর নেই,সবাই ভাই ভাই,একে অন্যের দরকারে ঝাপিয়ে পড়ে,নেতা রা মিথ্যে বলে ভোট নেয় না,সকলের দাবি পূরণ করার দায়িত্ব তারা নিয়েছে,তোমাদের সময় যত মারামারি হতো পলিটিক্স নিয়ে, এখন তা আর হয় না,মানুষ পেয়েছে তার নিজের
অধিকার,নির্বিঘ্নে কথা বলার,কাজ করার...
জানো তো দাদু,এখন রাজা থেকে প্রজার কদর বেশি,গরিব আর গরিব নেই,সমস্যা সমাজে অনেক কম,এত কোটির দেশ হওয়া সত্ত্বেও দেশে দশ এর চলতে কোনো অসুবিধে হয় না,দেশে ন্যায়ের সুষ্ঠু বিচার হয়,আজ আমাদের দেশ সমগ্র বিশ্বে technology তে আগে....সব চেয়ে সেরা ও শক্তিশালী সৈন্য দল আমাদের...দেশে কোনো corruption নেই,সব মিলিয়ে এক নতুন ভারত,যা তোমার একেবারেই অজানা.....
এত সুন্দর ভারত আমাদের দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ,ভালো থেকো ওই তারাদের মাঝে...
ইতি তোমার আদরের নীল..
2119 সালের ভারত এরকম হলেও তার দাদুর লেখা 2019 সালের diary তে লিখে রাখা ভারত একেবারেই আলাদা,26 শে জানুয়ারি তে দাঁড়িয়ে আজ আমাদের এটাই মূলমন্ত্র- 2119 এর পরিস্থিতি বঙ্গমাতাকে আমরা কবে উপহার দিতে পারি......বন্দেমাতারাম, জয় হিন্দ...