STORYMIRROR

Arindam Mandal

Romance Tragedy

4  

Arindam Mandal

Romance Tragedy

চিঠি

চিঠি

1 min
728

চিঠি গুলো পেয়েছিস?

মনে হয় পাসনি এখনো,

হয়তো পৌঁছোয়নি তোর কাছে এখনো তারা,

নীল আকাশের কাছে, খোলা বাতাসের কাছে যে গল্প গুলো বলেছিলাম,

শোনায়নি তোকে?

রাতের তারাগুলোকে বলেছিলাম কতটা মনে পড়ে তোর কথা!

আর ওই চাঁদ...সে তো সব সময়ই ছিল আমার পাশে,

সেও বলেনি বুঝি?

তাই আজ হাতে লিখে পাঠাচ্ছি তোর দরজায় আমার কথাগুলো,

হয়তো ঠিক গলিয়ে যাবে তোর পোস্টবক্সে,

হয়তো হাতে নিয়ে পড়বি চিঠিগুলো,

হয়তো মনেও পড়বে আমার কথা,হয়তো দুফোঁটা জলও উপচে আসবে চোখের কোণ দিয়ে.....

কিন্তু কোনো উত্তর হয়তো দিবি না...উত্তর দিলেও হয়তো পাবো না...

কারণ,

তোর ভালোবাসার ঠিকানা আজ হয়তো বদলে গেছে !



Rate this content
Log in

Similar bengali poem from Romance