STORYMIRROR

Anindya Biswas

Drama Classics

4  

Anindya Biswas

Drama Classics

# সংসার সুখ #

# সংসার সুখ #

1 min
27

তোমায় এই যে পেয়েও না পাওয়া ;

কাছে আসতে আসতে হটাৎ দূরে চলে যাওয়া ;

কোনো এক বৃষ্টিমুখর রাতে আলতো আদরের পরশ ছুঁয়ে যাওয়া,

করে যে মন ব্যাকুল ; করে সে আনচান,

অভিমানে ; গাল ফুলিয়ে ; আমার রাগ ভাঙানোর অপেক্ষা ;

সেই রাগ গলে ভালোবাসার তৃষ্ণায় ভেসে যাওয়ার ; আমার এক প্রানপন প্রতীক্ষা ;

সেই স্মৃতিটুকু আঁকড়ে ধরে রাখার ; তোমায় আরো আমার করে পাওয়ার তিতিক্ষা ;

অন্তর জ্বলে ; হয় সে অকারণে হয়রান,

জানি এই সবই স্বপ্ন ; মায়াজালের ক্যানভাস এর বিপুল জনপ্রিয় সুখ ;

তবুও একদিন একদিন করে বাঁচার মধ্যে ; আশায় বাঁধি বুক ;

যদি তোমার আমার হয় মিলনে পরিসমাপ্তি ; বা চির বিচ্ছেদে মিশে সব ভুলচুক ;

বিশাল জগৎ সংসারে ;হয় প্রাণ আহুতি ; কালের যজ্ঞের চিতার মাঝে।


Rate this content
Log in

Similar bengali poem from Drama