Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Amit Ghosal

Drama Fantasy Inspirational

4.4  

Amit Ghosal

Drama Fantasy Inspirational

খোয়াব গাঁ শারদ সংখ্যা

খোয়াব গাঁ শারদ সংখ্যা

1 min
456


 

স্নিগ্ধ সবুজ স্বপ্ন মাখা শাল পিয়ালের জঙ্গলে,

লোধার ছেলে ছুটছে দেখো, খেলছে কতক দঙ্গলে |


সহজ সরল লোক গুলো সব খাটছে মাঠে সারা দিন,

ঝুপুস করে সন্ধে নামে, তারার আলো হয়না ক্ষীণ |


গুটি কয়েক মাটির কুঁড়ে, তাদের খড়ে ছাওয়া চাল, 

ইতি উতি বেড়ায় ঘুরে হাঁস মুরগির পাল |


দাওয়ায় বসে বৃদ্ধ শবর মিটি মিটি চায়,

হাতের ইশারাতে ডেকে বললো কাছে আয় |


কুঁচকে যাওয়া চামড়া খানি হাড় পাঁজরা ঢাকে,

তবু গনগনিয়ে সূর্য জ্বলে কোটর গত চোখে |


শরীর গ্যাছে, বলও গ্যাছে , যায়নি অভিমান,

বয়স ভারে ন্যুব্জ তবু, শিরদাঁড়া টান টান |


বললো হেসে ফোকলা দাঁতে - বোসরে আমার পাশে,

কি করা হয়? কোথায় থাকিস? সুধায় ভালোবেসে |


বলি তাকে - শিল্পী আমি ছবি টবি আঁকি,

সময় পেলে, খেয়াল হলে, কবিতা টাও লিখি |


ভাবি আমি ছবি দিয়ে ধরি জীবন টাকে,

ঘুরে বেড়াই এদিক সেদিক - আমার স্বপ্ন আমায় ডাকে |


সব টা শুনে বৃদ্ধ বলে - বাহবা ! বেশ, বেশ !!

জানিস বাপ আমার চোখেও ছিল স্বপ্নের রেশ |


আমার ছাওয়াল পড়তে যাবে বাবুদের ইশকুলে,

বিটি আমার সাজবে কত লাল ফিতে আর দুলে |


সবাই মেলে কেটেই যাবে সুখ দুঃখের রাত,

ভাগ ভাগি করে খাবো পেট ভরা নুন ভাত |


সেই স্বপনই দেখে হলাম জোয়ান থেকে বুড়া ,

সেই স্বপ্নই চোখে নিয়ে পুড়বে আমার মড়া |


শুনতে শুনতে আমি আমার স্বপ্ন খুঁজে পাই,

পেট ভরা নুন ভাতের থেকে বড় স্বপ্ন নাই |


তোমার স্বপন আমার দুচোখ ভরিয়ে দিয়ে যায়,

এসো সবাই সময় পেলে আমার খোয়াব গাঁয় |



Rate this content
Log in

Similar bengali poem from Drama