STORYMIRROR

Silent Riser মিষ্টি

Drama Romance

2.5  

Silent Riser মিষ্টি

Drama Romance

ফোন-এ প্রেম

ফোন-এ প্রেম

1 min
9.5K


দেখা হওয়ার আগেই

হয়েছিল আমাদের প্রেমে পরা..

জানতে না তুমি

জানতাম না আমি

একে অপরকে কেমন দেখতে

কি করে তা হবে!

ছিল না তখন video calling অথবা WhatsApp যে!

কথা শুধু হত আমাদের সাদা কালো ছোট্টো ফোনে তে

তবে দেখা করিনি কেন?

মনের সাথে মনের প্রেম হলে

দেখা কি করতে লাগে!?

দেখা না হলেও

দেখা করার ইচ্ছে

খুব ছিল

এক দিন তুমিই বল্লে

চল এবার দেখা করি

ফোনে ফোনে প্রেম

ত হয়েই আছে


এবার সামনাসামনি দেখা সেরেই ফেলি..

মনে মনে খুশি হলেও

কেন জানি না

স্বপ্ন ভাঙ্গার ভয় একটু খানি ছিল

সেই মনের খিরকি তে...

যা হবার তা হবে

ভেবে ভেবে মন খারাপ করলে

চলবে নে

দেখা এবার করতেই হবে যে

মনের ভয় তবেই হার মানবে।

দেখার দিনে বেরিয়ে পরলাম

বন্ধুর বাড়ি যাওয়ার নামে।

মিথ্যে কথা শুধু ছিল এইটুকুই

বাকি কথা

পুরোটাই সত্যি ছিল

Because "I knew I loved you before I met you"


Rate this content
Log in

More bengali poem from Silent Riser মিষ্টি

Similar bengali poem from Drama