যখন আকাশ কালো
যখন আকাশ কালো
যখন আকাশ কালো
তুমি হৃদয়ে জ্বালো আলো
যাক ভোরে যাক রশ্মিতে
ঘু্ঁচে যাক সকল কালো
যখন আকাশ কালো....
সুরোধারা বয়ে যাক অঙ্গে...
ছন্দের গান হোক ভালো
তমসায়ে দীপ জ্বেলো রঙ্গে
দিক ভেসে যাক আলো
যখন আকাশ কালো....
উথলিয়া প্রণয়ো তরঙ্গে
অযাচিতে প্রেমো সুধা ঢালো
কাজলে আগুন থাক সঙ্গে
মৃদু তারা দেখাক আলো....
যখন আকাশ কালো....
উজান আকাশ বিহঙ্গে
তান্ডবে ভুবন দুলিলো
নৃত্যে মহিত হে ত্রিভঙ্গে
দীপ রাগে জগৎ আলো
যখন আকাশ কালো....