স্মৃতি হেমন্ত
স্মৃতি হেমন্ত


হেমন্ত কেমন আছে, আজ আর তা জানিনা,
কত প্রহর কত দিন দেখিনি তাকে,
হয়তো সে থাকে বহু দূরে,
নিশি দিগন্তের ওপারে!
তবু ফিরে আসে মলিনা,
হলুদ পাতার ডাকে,
কেটেছে বহু যুগ যুগান্তরে,
কাঁটাতার ছুঁয়ে থাকা অন্তরে!
চিঠি আসে, হেমন্ত আসেনা;
ওরা আসতে দেয়না ওকে,
মলিনা তবু চেয়ে থাকে তেপান্তরে,
ভেসে আসে ওপারের গান এপারের যন্তরে!
দ্বিগবিজয়ের অভিমান আজ আর রেখনা,
যে কথা দিয়ে ছিলে চন্দ্রালোকে,
রাতের আঁধারে বদলেছে দেশ, দ্বেষ অন্তরে,
তুমি ওপার, আমি এ প্রান্তরে!
এখনও হেমন্ত আসে, তার চিঠি আসে না,
স্মৃতি শুধু ঘোরে ফেরে সুখে আর শোকে,
উনুনে চড়ানো শাক, দীপ জ্বালা অন্দরে,
গুটি পায়ে ছাড়লাম দেশ, আজানা মন্তরে!
ছুটে গেছিলাম তার বাড়ি, দেখা হলনা,
ছেড়ে এলাম পানের বোরজ, আর হেমন্তকে,
প্রনয় তরী আজও বাঁধা, ভাঁঙা দেশের বন্দরে,
ওপারে হেমন্ত আর মলিনা এপারে!
বাতাসে হেমন্তের পরশ, উস্নতা ভুলতে দেয়না,
দেশ ভাঙলে কি, মন জোড়া যায়না?
না চাওয়া এই সীমারেখা, কে মুছে দিতে পারে?
ওপারে হেমন্ত আর মলিনা এপারে! মলিনা এপারে!