STORYMIRROR

Ujjal Mitra

Abstract

3.5  

Ujjal Mitra

Abstract

পন্য - বিপন্ন

পন্য - বিপন্ন

1 min
410


রাজপথে পরে আছে, কিছু মন নগ্ন!

হৃদয়ে শোকের ছায়া, মুখে নেই অন্ন!

গৃহেতে বন্দি মানুষ, সঞ্চয়ও শুন্য!

আকাশে উড়ছে ফানুস, মানুষ নগন্য!


কেউ খায় পোড়া রুটি, কেউ পরমান্ন,

চিতায় সেঁকছে হাত, ওরা কি জঘন্য!

ধর্মের সুড়সুড়ি আর চেতনা অনন্য,

কি হবে ওদের? যারা নিজেরাই পন্য!


বলে জ

নতা জনার্দন, রাজা-রানি ধন্য,

ভরতে নিজের ঘর, কেন নিজেরাই মগ্ন!

মানছি তাও সমাজ, আইন হে মহামান্য,

এতটুকু লজ্জা রেখো, ওহে জন বরেণ্য!


রুদ্ধশ্বাসে স্তব্ধ আজি এ জনঅরণ্য,

শান্তি খুঁজে ফেরে হৃদয় করি তন্নতন্ন,

মুছে যাক যত পাপ, আসুক প্রসন্ন,

বাঁচাও মানবতারে , সে যে বিপন্ন !


সে যে বিপন্ন!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract