মগ্ন আমি বৃষ্টিতে
মগ্ন আমি বৃষ্টিতে
আকাশ যখন বৃষ্টি মগন,
তুমি আর আমি নির্জনে....
ঝাপসা পথে মন খুঁজে পাই
বর্ষাও দেখি দু-জনে।
এলোকেশীর কালো কেশে
মেঘ জমেছে আনমনে,
মান ভাঙাতে সৌদামিনী
ভিজল যে দু নয়নে।
ভালবেসে প্রথম শ্রাবণ...
বুঝে নেয় সে প্রেমের মানে
আষাঢ়ে আজি অসার মন
শ্রাবণ দেখে যে বাঁধ ভাঙে।
লতায় পাতায় বর্ষা যখন
মাথার 'পরে সবুজ ছাতা,
তুমি ছিলে মুক্ত তখন
আমি তোমার পদ্মপাতা।
এমন বারিষ যায়কি ভোলা
রাখলে যখন প্রেমের বাজি
তোমার আকাশ বোতাম খোলা
মেঘলা মনের ইচ্ছে রাজি।
বৃষ্টি প্রেমে পাগলপড়া
ভিজলে তুমি আমার মতোন...
শ্রাবণ যখন দৃষ্টি হারা
বুকের মাঝে আরুপ রতন।
বৃষ্টি কমে বর্ষা থেমে
উঠলো যখন রামধনু,
ছুঁয়ে দেখা প্রথম তোমায়
শস্য শ্যামল সেই তনু।
শ্রাবণ এলো প্রিয়ার বেশে
তখনও ছিলাম মুর্চ্ছনায়,
জাগিয়ে তুমি বললে হেসে
"তুমি যে মরু সাহারায়"!
সবুজ ঘিরে বর্ষা যেথায়
সেথায় আছে অহংকার,
প্রেম হেথা অপেক্ষায়
তপ্ত বালুর হাহাকার।
মরীচিকা দেখেছি আমি
দেখেছি কাঁটারও বন...
বর্ষা মানে বিরহ হেথায়
শুষ্ক আঁখির প্লাবন।
আমি যাযাবর বেদুইন
তুমিই আশা ভরসা,
দু চোখ জুড়ে তৃষ্ণার দিন
তুৃমি হঠাৎ মরু বরোষা।
আষাঢ় আসুক শ্রাবণ আসুক
মন ভেসে যাক প্লাবনে,
তুমি যখন বুকের মাঝে
মন্দ বলে কোন জনে।
আকাশ যখন বৃষ্টি মগন
তুমি আর আমি নির্জনে,
বৃষ্টি দেখি দু-জনে
বৃষ্টি দেখি দু-জনে।।