বিরহী হিয়া..
বিরহী হিয়া..


তোমায় আবার ডাক পাঠালাম
তোমায় নিলাম দুচোখ বুজে
মিশিয়ে দিলাম হৃদয় যুগল
যেমন মেশে লাল সবুজে....
তোমার জন্য একলা আকাশ
যখন তখন খোঁজে শ্রাবণ
আমার আমি নিমজ্জিত
তোমার জলেই অবগাহন....
তোমার জন্য অলিন্দ জুড়ে
নিঃশ্বাসেরা খেলা করে
বন্যাবেগে রক্তধারা
আছড়ে পড়ে বুকের ঘরে....
তোমার জন্য মহুলবনীর
বনপথ আজো একলা পায়ে
বিরহীরাতে মেঠো সুরে
নকশীকাঁথায় ডাক পাঠায়....
তোমার জন্য কৃষ্ণচূড়া
আগুন জ্বালায় প্রতিটিক্ষণে
রাধাচূড়া হৃদয় ঝরায়
জারুল আসে তোমার টানে....
তোমার জন্য বৃষ্টিফোটা
মেঘগুলোকে জড়িয়ে রাখে
তোমায় ছোঁওয়ার আকাঙ্খাতে
অঝোরধারে ঝরতে থাকে....
তোমার জন্য মেঘলা আকাশ
রামধনু রঙ গুছিয়ে রাখি
একপৃথিবী ভাসব বলে
অপেক্ষাতে রই একাকী...
একপৃথিবী ভাসাব বলে
তোমার আঙুল করি খোঁজ
আমিও যে রাধাচূড়া
হৃদয়পাপড়ি ঝরাই রোজ...