STORYMIRROR

Moumita Mondal

Romance

2  

Moumita Mondal

Romance

অনেকদিনের পরে..

অনেকদিনের পরে..

1 min
568

অনেকদিনের পরে হঠাৎ বৃষ্টি এলো

ঝাপসা হল চোখের কোল, জানলার কাচ

অনেকদিনের পরে হঠাৎ তুমি এলে

তুমি মানে আমার কাছে আদুরে ছোঁয়াচ।।


অনেকদিনের পরে এল বসন্ত রঙ

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার ঠোঁটের ছোঁওয়া 

অমলতাস আর জারুল খোঁজে একান্ত ক্ষণ

নীরব দুপুর, তোমার সঙ্গে একলা হওয়া।।


অনেকদিনের পরে আবার অষ্টমী সাজ

তোমার সঙ্গে হাটতে থাকার মুহূর্তরা

মরে যাওয়া ইচ্ছেগুলো উঠছে বেঁচে 

একটু করে মেলছে পাখা চুপকথারা।।


অনেকদিনের পরে হঠাৎ সোহাগী বিকেল

চুইয়ে পড়া গোধূলি আলোয় তোমায় দেখা

গল্পঝাপি তোমার কোলে মাথা রাখে

কোকড়াচুলে নরম আঙুল পরশ মাখা।।


অনেকদিনের পরে আবার সন্ধ্যে নামে

একই কাপে দুই ঠোঁটের পুরনো আলাপ

চোখে চোখে জমাট কথার নীরব আভাস 

গরম ধোঁয়ায় মিলিয়ে গেছে কথার খেলাপ।।


অনেকদিনের পরে আবার তুমি এলে

তুমি মানে আদুরে ছোঁওয়া, একান্ত ডাক

বুকের গন্ধে পর্ণমোচী চিরহরিৎ 

এই শ্রাবণে মনের কোকিল আজকে অবাক।।


অনেকদিনের পরে এল হারানো সে যুগ

রাস্তা ভুলে পুরনো সময় থমকে দাঁড়ায় 

তোমার শিরা উপশিরায় আমার ছোঁওয়া 

লুকিয়ে থেকো তুমি আমার চোখের তারায়।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance