নতুন আশা..
নতুন আশা..


জীবন যখন জ্বলন্ত অঙ্গার
শিরায় শিরায় গোখরো সাপের বিষ,
জীবন তখনও আঁকড়ে ধরে হাত
ভালোবাসি বলে কানে কানে ফিসফিস।
জীবন যখন পরাজয় ধ্বনি শোনে
মহাকালের খড়্গ নেমে আসে,
জীবন তখনও জ্বলন্ত হয়ে ওঠে
ধ্রুবতারা খোঁজে প্রতিটি নিঃশ্বাসে।
জীবন যখন নির্বাক, বোবাময়
শব্দ ভাষা অবসর নিতে চায়,
জীবন তখনও স্বরবর্ণের ঘরে
অক্ষর-গায়ে স্নেহের হাত বুলায়।
জীবন যখন মরণচোখে তাকায়
হৃদপিণ্ডের আওয়াজ ক্রমশ হ্রাস,
বুকের ঘরে চোরা-অমৃতধারায়
জীবন আবার খোঁজে নব-উচ্ছাস।।