মুক্তি স্বাদ..
মুক্তি স্বাদ..


সন্ধ্যেটুকু পেরিয়ে গেলে
আবার ঘরে ফেরার পালা,,
দিনযাপনের নিত্য হিসেব
আদর-পিঠে অবহেলা...
ফিরতিপথে পিছন ফিরি
দাঁড়িয়ে আছে দুপুর-ক্ষণ,,
প্রবলবেগে কান্না চাপি
বাধ মানেনা অবুঝ মন...
নিজেই খুঁড়ি নিজের কবর
শরীর জ্বালাই মধ্যরাতে,,
আঙুল ছেড়ে লাফিয়ে পড়ি
নীচের গভীর গিরিখাতে..
সন্ধ্যেটুকু পেরিয়ে গেলেই
কালকে আবার নতুন দিন,,
সূর্য উঠবে নিয়ম মতই
পায়ের তলে চেনা আলপিন..
নিজেই খুঁজি নিজের মুক্তি
গুমোট গরম জীবনভাঁজে,,
উল্টোপিঠে সেই পিছুটান
জন্মগ্রহণ পদ্মবীজে...