STORYMIRROR

Moumita Mondal

Tragedy Classics

4  

Moumita Mondal

Tragedy Classics

ফুরিয়ে যাচ্ছি..

ফুরিয়ে যাচ্ছি..

1 min
788

বুকের খাঁচায় হাপর টানার ধ্বনি 

চোখের তারায় ফুলকি ছোটে শত,

আমার আমি হারাচ্ছে বহুদূর 

ফুরিয়ে যাচ্ছি কাঁচের গুড়োর মত।।


তেপান্তরের মাঠ পালাচ্ছে ছুটে 

হাতের শক্ত মুঠো আজ শিথিল, 

দাঁতে দাঁত চেপে যুঝছি অহরহ 

মাথার উপর উড়ছে শঙ্খচিল।।


উড়ছে আরও অনেক রঙিন স্বপ্ন 

পুড়ছে কেবল সময়, বিশ্বাস, 

লক্ষ্য ঠিকই স্থিরবিন্দুতে রাখা

মহাকাল লেখে ফুরোনোর ইতিহাস।। 


অক্সিজেনের পারদমিটার ক্ষীণ 

কবচকুণ্ডল মাঝযুদ্ধে পাওয়া, 

চোখের সামনে ঝাপসা কাঁচের দেওয়াল 

আমার আমাকে একান্তে কাছে চাওয়া।।


নিজেকে দেবার অনেককিছুই ছিল

সবুজ নগর কিম্বা রাজকুমার, 

আলোকবর্ষ পথ পেরিয়ে দেখি

সময় হয়েছে সবটুকু হারাবার।।


বালিঘড়ির সময় গিয়েছে ফুরিয়ে 

ঝুরোবরফ মিলিয়ে যাচ্ছে জলে,

আমার আমি হারাচ্ছি বহুদূর 

শিশিরবিন্দু সেই গল্পই বলে।।


চোখের কোণায় চিকচিকে বালুকণা 

কণ্ঠবীণায় আশাবরী সুর ধরে,

অস্তিত্ব গুটায় মায়াজাল

ফুরিয়ে যাচ্ছি একটু একটু করে।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy