অন্ধত্ব
অন্ধত্ব
তোমার ভিতরে অনেকটা অন্ধকার খুঁজতে গিয়ে
দেখি,আমিই প্রথম অন্ধ, যার কোন গন্তব্য নেই......
তুমি বলেছিলে,
নিদারুণ যন্ত্রণায় বেঁচে থাকার নাম জীবন,
অথচ আমি তাকে ভালোবাসা বলেই জানি|
চায়ের কাপে ধোঁয়া ওঠা এক সন্ধ্যায়,
তোমার ঠোঁটের তিলে আমি একরাশ প্রজাপতি দেখেছিলাম,
তুমি বলেছিলে,
প্রজাপতি রামধনু ফুল শিশির,তোমার কাছে সবই যেন এক...
তুমি বলেছিলে,
মেঘের কালো রঙ, জমাটি রাত আর শোক,
তোমার ভীষণ প্রিয়|
সেই থেকে, ঠিক সেই থেকে দ্যাখো...
তোমার কালো রঙ খুঁজতে খুঁজতে,
আমি কেমন সাদাকালোয় অক্ষরযাপন শিখে গেছি|
তোমার ভিতর অন্ধকারের নেশায়,
অন্ধ,ভীষণ অন্ধ হয়ে গেছি......