ভালোবাসার আর এক নাম
ভালোবাসার আর এক নাম


মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম সেদিন,
দেখলাম সিঁদুর রঙা মেঘ আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে
আমার ঠিকানা জানতে চাইছে....
দেখলাম একটা চিরকুটে লেখা রয়েছে আমার নাম|
মা বললেন, "জানি না"
বাবারও সেই একই উত্তর,
ছেলে মেয়ে স্বামী, সবাই নিশ্চুপ|
মেঘ তখন শহরের অলিতে গলিতে লুকিয়ে থাকা
আমার প্রেমিকদের চোখে চোখ রাখল,
নির্লজ্জ প্রতিটা চোখে তখনও দেখা যাচ্ছে,
উড়ন্ত জাহাজ, কমলা রঙের টিপ, ডুবে যাওয়া মাস্তুল,
পুরোনো চিঠির খোলা খাম, ছাই আর ছাই.....
চোখ সরিয়ে নিল মেঘ,
ভীষণ শীতল হয়ে হঠাৎ আলগোছে নেমে এল আমার
চোখের পাতায়|
আমায় প্রশ্ন করল,
"কি চাস তুই মেয়ে"?
বললাম, মৃত্যুকে ভয় নেই আমার,
তবে আমার মৃত্যুর পরোয়ানা পাঠানো সমস্ত প্রেমিকের
ঠিকানা জানতে চাই আমি, সমস্ত অজ্ঞাতকুলশীল স্তাবক
ভীরু মানুষদের পরিচয় জানতে চাই আমি,
শেষবারের মতো তাদের শেখাতে চাই,
ভালোবাসার আরেক নাম "জীবন"|