মিথ্যে মিথ্যি
মিথ্যে মিথ্যি


একটা ইতিহাস কিছুতেই পাল্টে ফেলা যায় না,
যেমন করে পাল্টানো যায় না নদীর মুখ|
প্রতিটা ভাস্কর্যে তিস্তা তোর্সা নর্মদার
স্বাক্ষর লুকানো থাকে, স্মৃতির আনাচেকানাচে|
ইচ্ছে করলেই পাল্টানো যায় না,
আধপেয়ালা চায়ের শেষতম ধোঁয়ার গতিবিধি|
কাঞ্চনজঙ্ঘা দেখার ভান করে,
মানুষ যখন নির্লজ্জ চোখে পড়ে নেয় পাহাড়িয়া মেয়ের নিটোল দেহের ভাঁজে ভাঁজে লুকোনো ইতিহাস,
তখনও ইচ্ছে করলেই লুকোনো যায় না প্রেমাতুর চোখ|
ইচ্ছেরা পাগলা ভীষণ, মন খারাপের বারান্দাতে নিত্য অনশন|
তবু ইচ্ছে হলেই ইচ্ছে মতন যে মন যখন তখন হারায়,
সন্ধ্যে এলেই এক বিছানায় তাদের গুটিসুটি দেখাই যায়|
জেনে রেখো,
ইচ্ছে করলেই পাল্টানো যায় না,
নাম ঠিকানার মিথ্যে আয়োজন.....