একেই বলে স্পর্ধা
একেই বলে স্পর্ধা


অনুভূতিগুলো কলঘরে রোজ রোজ ধুয়ে মুছে
সাফ হলে, বিছানারা শুদ্ধ...
অথচ তাদের হারিয়ে যাওয়া নিয়ে কোন প্রশ্ন নেই কারও|
সপ্তপদীর ডিঙা বাইতে বাইতে, হাঁপিয়ে ওঠা দাম্পত্য
রোজ কলঘরে ক্লান্তি ঝরায় আর ঝরায়...
একটা নিরাপদ দূরত্বে সম্পর্কের নির্লিপ্ত অবস্থান আর
চিরহরিৎ যাপন, সংশয় তবুও অনুক্ষণ|
পর্ণমোচী কি আর সাধ করে পাতা ঝরাতে চায়?
তাইতো অভ্যাসে অভ্যাসে প্রলেপ লাগানোর কর্মসূচী|
সন্ততির বেড়ে ওঠায় যে আনন্দ,
সেখানেই নিরামিষ ব্যঞ্জনে পূর্ণ পরিতৃপ্তির
প্রশ্নহীন স্পর্ধারা....
শুধুমাত্র সিলিং ছোঁয়ার অপেক্ষায়|