অপার্থিব
অপার্থিব
আমার ঠোঁটে তোমার চুমুর হাজারো ইতিহাস জানে,
এখানে ভালোবাসা বিনিময় হয় নির্দ্বিধায়,
এখানে স্পর্ধারা অচিন সুখের সন্ধানে যাত্রা শুরু করে
কোনও দলিল দস্তাবেজ ছাড়াই,
এখানে টুকরো টুকরো হাসিতে লুকোনো থাকে
অলীক সুখের চাবিকাঠি,
এখানে ঠোঁট শুকিয়ে যায় অন্য ঠোঁটের নীরবতায়|
আমার ঠোঁটে তোমার চুমুর হাজারো ইতিহাস জানে,
যেখানে যেখানে তোমার পথ থেমে যায়
সেখানে তোমার জন্য অপেক্ষা করে আমার নির্জন সড়ক,
নেমে আসা বৃষ্টির থেকে কলকলিয়ে শুষে নেয় সমস্ত জল,
এখানে টুকরো টুকরো অপেক্ষায় লুকোনো থাকে
ফিরে আসার গান,
এখানে লেখা হয় অপার্থিব সুখ ঠোঁটের কিনারে কিনারায়|