STORYMIRROR

Srabani Gupta

Abstract

1  

Srabani Gupta

Abstract

মিথ্যে কার্নিশে

মিথ্যে কার্নিশে

1 min
567


ঘুম বাড়ন্ত হলে....

নদী নামে রোদ্দুর হাতে,

চোখের খোলা বারান্দায় দোল খায় হীরকদ্যূতি 


ভিজে ওষ্ঠ ভাঁজে জোর করে ঢুকে পড়ে আধপেটা প্রেম,

আবোল তাবোল খেয়ালী আবদার একজোট হয়ে, ছুঁটে যায় এজলাসে...


বিচারাধীন, ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতিরা 

গীতা হাতে, দিয়ে যায় সত্যের দোহাই...


বেচারা প্রেম, কামুক ঠোঁটে মিথ্যেটাও কাঁপতে কাঁপতে পলাতক, সেটাও বোঝেনা

চট করে তুলে নেওয়া জবানবন্দিরা আধোবুলি আওড়ায়


স্বপ্ন ছন্নছাড়া হলে,

উঠোনে বসে নৌকা সাজায় প্রেম, বিদায় সম্ভাষণে জনাকয়েক হাজির হলেই বারোয়ারি ভাষণ|


পুঙ্খানুপুঙ্খ চিনে নেওয়া, দাম দিয়ে কিনতে চাওয়া ঘুম,

আজ বড় অসহায়|


কামুক ঠোঁটের মিথ্যে কার্ণিশে

আবারও ঝুলতে থাকে প্রেমের অর্ধনগ্ন লাশ,

বারোমাস...


Rate this content
Log in