উল্টো পিঠে
উল্টো পিঠে
সাংসারিক যাপনের যে বিধিবদ্ধ রাজকতা, সেখানেই
খড়কুটোর মতন পড়ে থাকে চালচুলোহীন মেয়ে|
তোমার কাছেই ঠকে শিখেছে,
মিথ্যেকে গুছিয়ে সাজাতে হয়...
নইলে অন্তিম সুখটুকু নিংড়ে নেয় মেঠো জীবন|
ফানুসকে জাহাজের মাস্তুল ভেবে ধরতে গেলে,
আকাশের ফিকে রোদ গায়ে মাখতেই হয় অনাবশ্যক|
তবে কি জানো?
তোমার জন্য যত যত বার বদলেছি, যতবার ঈশ্বরের সঙ্গে লড়াই করেছি...
ততবারই খোলা খামে গুছিয়ে রেখেছি চিঠি|
পারলে একটি বার পড়ে নিও,
একটিবার বদলে নিও পৌরুষত্বের চাবিকাঠি,
কি জানি হঠাৎ রাজ্যপাটই বদলে যায়!
সিকির উল্টো পিঠেও যে কিছু একটা থাকে,
সে তো তোমার জানাই|