রোদ্দুর-মুখ
রোদ্দুর-মুখ


ভাঙা ভাঙা অভ্যুত্থান নিয়ে স্বস্তি পাচ্ছি না
ধেয়ে আসছে বিচ্ছিন্ন আলোর মুখ
নিরুত্তর থেকে অব্যর্থ হেঁটে যাওয়া মালগাড়ির
সুখপাখি-হৃদয় বড়োই পরিচিত
অস্বস্তি-কে কি বেঁধে রাখা যায় – মাতাল ছেলের চাঁদমুখ
খুলে দিতে চায় সমস্ত দ্বার
বুঝি শরীরে শিকারি নেমে এলো...
সকলেরই ক্রুশবিদ্ধ মুহূর্ত আছে – স্থির ললাট জানে অসুখ
ধ্বনির ডাকনাম
পিপাসা বাড়িয়ে তোলো – হে শরীর , ধৈর্য শব্দের গভীরতা চেনো
বুঝতে শেখো – রোদ্দুর-মাখা মুখ সকলেই দাউ দাউ মুহূর্ত না