প্রশ্ন
প্রশ্ন


নির্জন রোদ্দুর মেখে ওরা কারা
সব শবদেহ বয়ে নিয়ে যায়...
ওদের নিজস্ব শ্মশান তবে
সরে সরে যায় কেন?
ওদের পায়ে কেন গতি নেই?
দেহের ওপর সাদা চাপিয়ে দেয়নি কেউ
পৃথিবীর সমস্ত সাদা তবে কি শেষ হয়ে এলো?
প্রশ্ন তুমি জন্ম নিও না ,
নিজের দোষ অন্যের পিঠে লিখে দাও!