STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

গামছা

গামছা

1 min
333

গামছা 

১/৬/২৩


আমি শাড়ী নই,শাড়ী গুলো অন্যরকম,

শাড়ীর আঁচল আছে,পাড় আছে,গা আছে,

ওরা তোমাদের লজ্জা ঢাকে সৌন্দর্য বাড়ায়।


আমি শাড়ী নই, হলে আলমারিতে জায়গা হতো,

তবে,আমি সকাল থেকে সন্ধ্যা,

তোমাদের হাত মুছি,পা মুছি, গা মুছি,

নারী সাপের মতো পাকায় লম্বা ভিজে চুল ঝারে।


আমি শাড়ী নই, শাড়ী হলে আমার পাড় থাকতো,

আঁচল থাকতো,গা থাকতো,

কাচার পর মার দিয়ে আইরণ করতে,

পরার আগে সেন্ট স্প্রে করে দিতে সারা গায়ে।


আমি শাড়ী নই,শাড়ী হলে ছিঁড়ে গেলে রিপু করতে,

রঙ উঠে গেলে পাল্টে নিতে,

এতো অযত্নেও সারাদিন থাকি সাথে,

ব্যস্ত থাকি তোমাদের সেবা করার কাজে।


আমি শাড়ী নই,

তাই নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করে,

অযত্নে তারে ঝুলিয়ে রাখে,

ছিঁড়ে গেলে নাতা করে দেয়,

আমি গামছা,তাই সইতে পারি এতো অমর্যাদা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract