শিরোনাম- যাঃ চলে যা
শিরোনাম- যাঃ চলে যা
ও পাখি কেন, কেন থাকিস ঐ গাছের ডালে
তোর এ কূল ও কূল দুকূল গেল বর্ষার জলে,
আমায় শুধু গান গেয়ে মন ভুলিয়ে রাখলি
ও পাখি তুই কি পেলি....?
তোর ডানায় যত ঝাপটা-জল উড়ল এসে আমার গায়
এ কোন ঋতুরাজ তোর ঘর ভেঙেছে হায়,হায়!
তোর মনে আজ কোন হংসরাজ বার্তা পাঠায়...
এমন দিনে গাছের ডালে থাকিস না রে
যা উড়ে যা...
যাঃ..!চলে যা...।
