শীতের সকাল
শীতের সকাল
শীতের সকাল একলা আসে শিশির মেখে,
আমায় শুধুই ব্যঙ্গ করে আমার পোশাক দেখে।
টুপি আর শীতের পোশাক কেমন সকাল ছাদে
স্নানের পরে কাঁপছি তখন ভীষণ অনুবাদে,
এই সকাল তো চুল খুলে দেয় রোদ মাখে...
আমার আবার রোদ-স্নানে গল্প সবে লেখে,
এই সকাল তো বিকেল হলেই চুপ করে
কাব্য লেখার ছলে আমার কাছে গান ধরে।
শীতের সকাল ছোট্ট ছানা পাখির ডানা
ধান কুড়িয়ে বকবক করে উড়তে মানা
তাদের...
সকালের মজা নিলাম কফির কাপে,
তুমি তখন দাঁড়িয়েছিলে অনেক চুপে।।
প্রতি বিকেল ফুচকা স্নানের গাড়ি করে
আমার তখন সকাল কথা মনে পড়ে।।
*** ****** .... ****

