শিরোনাম : আবেগে নয়
শিরোনাম : আবেগে নয়
তোমার মুখের দিকে তাকাই যখন অন্য কোথাও হারিয়ে যাই---
বলতে পারো,কেন এ্যামন হয়?
আবেগে নয়,যুক্তি দিয়ে ও চোখেতে চোখ রেখেছি
মনের কথা মনে মনে পড়ে নিয়েছি---;
কি আর হবে,অত কিছু ভেবে ভেবে
এই পৃথিবীর মায়া যখন মাধবী রাত
আবেগটাকে আগলে রেখে জলপ্রপাত।
ঐ হৃদয়ে কত কথা জমে আছে
যুক্তি দিয়ে আড়াল করো.....
আমার কথা যখন তখন ভাবতে পারো ,
এই পৃথিবীর জলাশয়ে আবেগটাকে ডুবিয়ে রাখো।।

