সেদিন শরৎ রোদ্দুরে
সেদিন শরৎ রোদ্দুরে
এই তো যখন শরৎ ছিল মেঘের পালক ভাসছিল,
অন্ধ_মনে বন্ধ করে চমকখানি আকাশ পথে
উড়ছিল।
গাঙচিলের ঐ উড়তে থাকা আমার মন কাড়ছিল।
আমি শুধুই শরৎ মেখে রোদের ভিতর উল বুনি,
রোদের বেলা শীত পড়ল ,শরৎ বলে আনিমানি।
সেদিন শরৎ যখন এসেছিল
তোমার নীল পোশাকের নীল পাখিটা
তল্লাশিতে আমায় কেন খুঁজছিল?
বুঝিবা শরৎ রোদের মন ভালো....
তাই দ্রুত সে গমন করে শীত পড়ল।

