যন্ত্রণা
যন্ত্রণা
কোনো একদিন তোমার সামনে এসে বলেছি
ভালোবাসা দাও আমাকে......?
কখনও তুমি সেইভাবে বেসেছো ভালো?
বলেছো সেই কথা যে কথা হয়নি বলা তোমাৱ?
দূৱ থেকে ভেসে আসে গান...
চাঁদ তাৱাকো তোড়্ লুআঙ্গে মে
তুম্ ভি মুঝ্ সে প্যাৱ কৱ্ লো,
এসব গান খুব একেটা ভালো বাসি না
শুধুই তোমাকে চেয়েছি ৰাৱৰাৱ
উপেক্ষা কৱা তোমাৱ নৈতিক চাল,
তবুও বলিনি ভালোবাসো আমাকে---
গোলাপ তুমি এতো মিথ্যা
যন্ত্ৰণা দিলে বড়ো
প্ৰেম মৌমাছিৱ মত মনে হোল
সত্য প্ৰেম অনেক দূৱে,
এখন শুধুই যন্ত্ৰণাৱ ঘৱে।
