স্বপ্ন দেখা দিবারাতে শুধুই বসে স্বপ্ন দেখিস তুই
স্বপ্ন দেখা দিবারাতে শুধুই বসে স্বপ্ন দেখিস তুই
বিকেল শেষে তুলসি কাছে সন্ধ্যামণি ছুঁই...
স্বপ্ন যেন তোর সাথেতে রাত বিরেতে ওই...
গাঁটছড়াটা বাঁধতে হবে স্বপ্ন দেখার রাতে,
একটা কথা মাথায় রাখিস স্বপ্ন আমার এই
বর্ষা এলে এক ছাতাতে হাঁটতে হবে তাই,
স্বপ্ন দেখে আসবি কাছে এটাই আমি চাই।

