STORYMIRROR

Bandana Patra

Romance

3  

Bandana Patra

Romance

শিরোনাম--ঐ মেঘ যদি

শিরোনাম--ঐ মেঘ যদি

1 min
6

 আজ আকাশ কেন কাঁদছে,ভীষণ খারাপ লাগছে...

 ঐ মেঘ যদি মাটি হোত আকাশ কি কাঁদতো?

মাটি সব ভিজে ভিজে জল ভেজা শব্দ...

ঐ মেঘ যেন বারবার এক কথা বলছে।


হায়! ফাগুন পলাশ রঙে ভিজে ভিজে বসন্ত, 

একবার ঐ মেঘ যদি আকাশ থেকে সরে যেত 

শিমুল করবীরা দল বেঁধে এখানেই আসত.....

আমি শুধু কপোতীর ডাক শুনে ভাবি বর্ষা তো 

এসে গেল, ফাগুনের গান শুনি মোবাইলে 

আকাশের মেঘ যেন এক কাপ প্রেম ঢেলে...


বসন্ত উৎসব পালনে খুব খুব মেতেছে...

ঐ মেঘ যদি টুপ করে ফাগ মেখে নেমে 

আসে,রঙিন বসন্ত যেন মেঘে মেঘে হেসেছে।

ঐ মেঘ যদি, একবার না ভিজে জল ঝরাতো 

ফাগুন সন্ধ্যা কেবল তরল রঙ মাখত....।।

 


Rate this content
Log in

Similar bengali poem from Romance