কেন ও মন ডাকে
কেন ও মন ডাকে
কেন ও মন ডাকে সারাক্ষণ...
বল না রে মন ওদিক পানে যায় কেন তোর
মন
আমায় নিয়ে খেলা করিস অনুক্ষণ...
তোর সাথে কি ভাব জমিয়ে যাব আমি
এদিক ওদিক আবার?
সেই আশাতেই বসে থাকিস বিকেল হলে
মনের কথা মন জানে রে আকাশ কোলে,
ভাবনাগুলো ছটফটিয়ে চোখের কোণে
ব্যাথা দিল জলভরা এক কলস মনে
শূন্য হলে জল কি থাকে তাতে?
মন দিয়ে কি মন নেওয়া যায় ও চোখেতে।
