নারী
নারী
1 min
3
এমন মানুষ কোথায় আছে যে দেবে তোর মান?
শিস্ দেওয়া ঐ রাতপাখিটা গায় বেশ টুং টাং।
চন্দনী এক বাতাস আসে ,জানো নারী ?
তোমায় ছাড়া জন্ম আমার বিশুদ্ধ এক সারি।
আমায় সবাই দিল মান ,যেহেতু আমি নারী...
বালিকা ও সারল্য আছে ভীষণ
নারী হবে ও যখন
লুপ্ত হবে যত দানব....
নারী যদি নারী হয় পায় তার সম্মান
রাতপাখিটাও দিনের বেলা গাইবে অনেক গান। ।
