শিরোনাম- ফাগুন
শিরোনাম- ফাগুন
আজ ফাগুন এল এল ফাগুন পলাশ শিমুলে
আবীর মাখা বিকেল বেলা গোধূলির পথে...
একটা প্রেম বসে থাকে চাতক পাখির মত,
তার প্রেম তো আকাশ মাঝে চাঁদ উঠল ঐ
শিমুল রঙের আকাশ দেখে আগুন আগুন
মন,তাই বুঝি এই ফাগুনে পলাশ হল সই....।
পথের মাঝে শত ফাগুন লাল ফুলেদের আশে
রঙ বেরঙের প্রজাপতি বসন্ত গান গায় শেষে....
কোকিল সুরে সকাল থেকেই গান ছিল ঐ ডালে
ফাগুন এসে বলল ,আমায় নিবি এই সাতসকালে?
ফাগুনের ফুলগুলো সব প্রেম দিয়ে যায় এখানে
বলতে পারো,ফাগুন কেন আসে না আমার উঠানে?
