শিরোনাম- এই আছো তুমি মাধব মাসে
শিরোনাম- এই আছো তুমি মাধব মাসে
ওগো বন্ধু তুমি কোথায় ছিলে আমায় ছেড়ে ?
এসেছ আজ আমার দ্বারে মাধব মাসে,
এই আছো আজ ন্যায়ের বেশে ন্যায়দাতা হয়ে
তোমার পূজায় করিনি তো গাফিলতি,
অন্যায় আর অত্যাচারের কারাগারে বন্দী থেকে
নিজেও হলাম অন্যায়কারী,
নইলে,বাঁচব ভাবে কেমন করে বলতে পারো
বন্ধু আমার হে কৃষ্ণ....
এই বোশেখে তোমার সেবায় করছি আমি মনোনিবেশ...
মাধব তুমি থাকবে কি গো আমার হৃদয়-দেশ।
এই আছো তুমি মাধব মাসে
হরিনামে মন দিলাম আমি অবশেষে....।
হে মাধব,তুমি বলতে পারো জন্ম কেন পাপরাজ্যে?
আমি কি আর অতই জ্ঞানী বাস করছি পাঁক মধ্যে....
প্রভু,তুমি উদ্ধারিলে আমায় এই মাধব মাসে
থাকব আমি তোমায় ভীষণ ভালোবেসে।
