বর্ষাগমন
বর্ষাগমন
ধরার বুকে বর্ষাগমন,
তব দর্শনে পাগল মন।
গুরু রব মেঘের আগম,
বায়ু বয় উচ্চস্বরাগম।
যৌবন ফিরে পায় ভুবন,
দোলে আহ্লাদে অটবিগণ।
সিক্ত ভূমিঘ্রাণে তৃপ্ত মন,
জীবনজ্বালা ভুলেছে ক্ষন।
প্রকৃতিসর্ব শান্ত এখন,
বর্ষন দর্শনে মত্ত মন।।
