STORYMIRROR

Subhajeet Maity

Abstract

4  

Subhajeet Maity

Abstract

বর্ষাগমন

বর্ষাগমন

1 min
336

ধরার বুকে বর্ষাগমন,


তব দর্শনে পাগল মন।


গুরু রব মেঘের আগম,


বায়ু বয় উচ্চস্বরাগম।


যৌবন ফিরে পায় ভুবন,


দোলে আহ্লাদে অটবিগণ।


সিক্ত ভূমিঘ্রাণে তৃপ্ত মন,


জীবনজ্বালা ভুলেছে ক্ষন।


প্রকৃতিসর্ব শান্ত এখন,


বর্ষন দর্শনে মত্ত মন।।


Rate this content
Log in

More bengali poem from Subhajeet Maity

Similar bengali poem from Abstract