বাবা
বাবা
যন্ত্রমানব তুমি, মানুষ ছিলে না,
তাই তোমার অনুভূতিগুলো প্রকাশে মানা।
বাবা - দুই অক্ষরের সীমাহীন ভালোবাসার দুনিয়া;
অকিঞ্চিৎ অবান্তর আবদারের, তুমিই তো ঠিকানা।
জীবনে কতটুকুই বা রেখেছো নিজের জন্য!
গাছগাছালির মতো এ পৃথিবীকে,শুধু দিয়েই গেছো;
বহু অপমান ও অবহেলা তুমি সয়েছ হাসিমুখে,
তবুও ভেঙ্গে পড়োনি কখনও হতাশা আর দুঃখে।
বৃদ্ধ হাত যখন খুঁজেছে আপনজনের স্পর্শ,
তখন পাশে পাওনি কাউকে, প্রতিষ্ঠিত সব প্রবাসে।
ভাঙতে তুমি শেখোনি; লুকিয়ে কাঁদতে দেখেছি,
কিন্তু দুঃখ বোঝার সুযোগ কাউকে তুমি দাওনি।
বুকে জড়িয়ে আগলে রেখেছো স্নেহ মমতায়,
সব ভুল ক্ষমা করে দিয়েছ তোমার মহানুভবতায়।
সংসারের সব সুখ, আনন্দ রয়েছে তোমাকেই ঘিরে,
প্রতি জন্মে যেন পাই বাবা তোমাকেই ফিরে ফিরে ।
