STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract

4  

Nikhil Mitra Thakur

Abstract

অঙ্গরাজ্য শাসন

অঙ্গরাজ্য শাসন

1 min
328

এতদিন আমার অঙ্গরাজ্যের শাসন চলত 

অবাধ গণতান্ত্রিক সংবিধান মেনে।

যখন যা খুশি খাও যেখানে খুশি যাও,

যত খুশি পরিশ্রম করো,

কোথাও ছিল না কোন নিয়ন্ত্রণ।

এবার অঙ্গরাজ্যের সংবিধান হলো সংশোধন,

অঙ্গরাজ্য চলবে এবার ,

নিয়ন্ত্রিত সংবিধান মেনে,

খাওয়া-দাওয়া, চলা-ফেরা,কাজ-কর্ম,

সবই করতে হবে সংবিধান মেনে,

না মালনে খেতে হবে কেস।

এমনকি যেতে হতে পারে জেলে,

অবশ্য এটা ওই মন্ত্রিটন্ত্রীদের জেল আর কি। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract