পর্যটন
পর্যটন
পর্যটন হল এক ধরনের বিনোদন,
দৈনিক কাজ থেকে নেওয়া ছুটি,
নিজস্থান থেকে অন্য স্থানে যাওয়া,
পরিবারের সাথে আনন্দে লুটোপুটি।
আমোদ-প্রমোদ কিংবা বিনোদন,
সবই স্বল্পকালীন চলাচল বিশেষ,
ব্যস্ত কর্মক্ষেত্রের বাইরের কর্মকাণ্ড
সকল হৃদয়ে লাগে এক আবেশ।
বিশ্বব্যাপী অবসরকালীন কর্মকান্ডের
অন্যতম মাধ্যম হলো পর্যটন,
বিশ্বকে দেখা কিংবা বিশ্বকে চেনা,
মানুষে মানুষে হয় মহামিলন।