পরিচয়
পরিচয়




ধন্যবাদ দিয়ে করব না ছোট,
ভাবিনি পাব এত ভালোবাসা;
সকলের সাথে হলাম আপন,
হারিয়েছি তাই মনের ভাষা।
আবেগের বেগে ধাবিত মনে
জানাই আমার কৃতজ্ঞতা,
ভালো থেকো, ভালো রেখো,
এই আমাদের আজব জগৎটা।
মানুষের জন্য মানুষ আমরা,
হৃদয়ের জন্য আছে হৃদয়;
ক্ষণিকের এই পৃথিবীতে এটাই
তোমার-আমার আসল পরিচয়।