Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

TANMOY SEN

Fantasy

2  

TANMOY SEN

Fantasy

কল্পনা এবং বাস্তব

কল্পনা এবং বাস্তব

1 min
811


কল্পনা স্বপ্ন দেখার ক্ষমতা,

সৃজনশীল প্রতিচ্ছবি,

বাস্তব এক জীবনের অভিজ্ঞতা,

হার-জিতের কবি।

কল্পনা সহজাত এক ক্ষমতা,

ইন্দ্রিয় অনুভূতি,

বাস্তব অন্য কথা বলে,

লাভ না ক্ষতি।

কল্পনায় সুন্দর স্বপ্নে আমরা

করি বসবাস,

বাস্তব কখনও হয় কঠিন,

ডাকে সর্বনাশ।

কল্পনায় সুখ স্বপ্ন আনন্দ

করে বিচরণ,

বাস্তবে শিক্ষা, মতপার্থক্য, প্রতিবাদ,

মানবতার মরণ।

তবুও আমরা কল্পনা ও বাস্তবের

মাঝেই চলি,

সুখ, আনন্দ, ভালোবাসা আর

মানুষের কথা বলি।


Rate this content
Log in