খেলা
খেলা
আজকের সমাজে হয় বোধ
সবই কেবলই খেলা,
বেঁচে থাকার অদ্ভূত লড়াই
ভয়-আশঙ্কায় চলা।
চারিদিকে চলছে মাতলামো,
স্বার্থের কথা বলা,
ধর্ম-দল-জাত-বিদ্বেষ
আজব রাজনীতির খেলা।
কেউ ফুটবল, কেউ টেনিসে
ক্রিকেটে কেউ বা ডুবে,
সবার উপর চালক বেটিং,
ভাবায় খেলা কবে!
লালের বদলে এল পিঙ্ক,
রইল একই ধারা,
পুরোনো মাদকতা নতুন মোড়কে,
নিজেদের পকেট ভরা।
শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থায়,
নয়তো সাধারণের জন্য;
বেকারত্ব আর মদের ঠিকানা,
মনুষ্য সমাজ ধন্য।
আসল কথা লুঠতে হবে
মানুষ এবং সমাজকে,
এত অধঃপতন ধিক্কার তব
জবাব দেবে কে?