সেলফি
সেলফি


সেলফি বা নিজস্বী হলো আত্ম-প্রতিকৃতি,
ক্যামেরায় নিজেরই নেওয়া নিজের প্রতিচ্ছবি।
নিজেকে আকর্ষণীয় ভাবে সকলের সামনে উপস্থাপন,
এইটাই সেলফির মূল উদ্দেশ্য হয় সাধন।
ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগে,
সেলফির চাহিদা ক্রমেই বাড়ছে চারিদিকে।
সেলফি তুলে পাচ্ছে ফিরে কেউ আপন ঘর,
কেউ বা আবার চিৎপটাং, কারোর আপন হয় পর।