আমরা অত্যাচারিতা
আমরা অত্যাচারিতা


বিদ্যালয়ে আর সুরক্ষিত নই আমরা,
শিক্ষার মন্দিরে শোষিত ছাত্রছাত্রী!
দাপিয়ে বেড়াচ্ছে কামুক শিক্ষকেরা,
ভীত সন্ত্রস্ত কোমল প্রাণ শিক্ষাস্থানে।
অফিসেতে আর সুরক্ষিত নই আমরা,
চেনা পরিবেশকে লাগছে অচেনা!
অশালীন ইঙ্গিত করছে উচ্চপদস্থ সাহেবরা।
দিনে রাতে লাঞ্ছিতা সকল মহিলামহল।
ধর্মস্থানে আর সুরক্ষিত নই আমরা,
গুরুর কৃপাধন্যে চলছে দেহের ধর্মব্যবসা!
প্রেমলীলার আসরে মেতেছে ভন্ড বাবারা,
নীরবে ধর্ষিতা হচ্ছে ভক্তিশীলা রমণী।
শ্বশুরবাড়িতে আর সুরক্ষিত নই আমরা,
বড্ড অমিল স্নেহশীলা শাশুড়ির সংসার!
কুচক্রী নতুন মায়ের স্বীকার গৃহবধূরা,
বধূহত্যার কবলে অত্যাচারিত নববধূ!