ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে


ভালোবাসার মধ্যে মানিয়ে নেওয়ার আকর,
ভালোবাসার মধ্যে উপস্থিত সুতীব্র অনুরণন,
ভালোবাসার মধ্যে অবস্থিত বিশ্বাসের আস্তানা,
ভালোবাসার মধ্যে অন্তর্নিহিত বন্ধনের প্রেরণা।
কোনো বিশেষদিন ভালোবাসার জন্যে নয়,
কোনো বিশেষ ধর্মের প্রতিরূপ ভালোবাসা নয়,
কোনো হিসেবের খাতায় ভালোবাসা আবদ্ধ নয়,
কোনো বিশেষ জায়গায় ভালোবাসার অস্তিত্ব নয়।
রিক্ত হাতে এগিয়ে দিই এক বুক অনুরাগ,
উজানে ভাসিয়ে দিই প্রেমের ঐশ্বরিক অনুভব,
উন্মুক্ত আকাশে উড়িয়ে দিই হৃদয়ের সফেদ পায়রা,
এগিয়ে দিই ঐকান্তিক প্রশ্রয়ে বেঁচে থাকার সুখানুভব।
আমার অনুপ্রেরণার সম্মুখে দাঁড়িয়ে তুমি,
আমার দগ্ধতার ক্যানভাসে তোমার উপলব্ধি,
আমি আজও সমুজ্জ্বল হয়ে উঠি ভালোবাসার অভ্যর্থনায়,
অন্যের বাগদত্তা হয়ে পারবে কী থাকতে?